CBI: গরুপাচার মামলায় শুল্ক দফতরের আধিকারিকদের তলব করল সিবিআই
গরুপাচার মামলায় শুল্ক দফতরের আধিকারিকদের তলব করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাস্টমস অফিসারদের যোগসাজশেই চলত গরু পাচার। ঘুরপথে গরু কিনে পাচার করা হত বাংলাদেশে। সেই সূত্র ধরেই এবার শুল্ক আধিকারিকদের তলব করা হয়েছে।