Cow Smuggling Case: কী প্রশ্ন করেছে সিবিআই? মুখে কুলুপ তৃণমূল কাউন্সিলরের। Bangla News
'ওঁদের কাজ ওঁরা করেছেন। আমার কাজ আমি করেছি। যথেষ্ঠ ভাল ব্যবহার করেছে। আমি সহযোগিতা করেছি।' এরপরে ডাকলে ফের যাবেন, জানালেন বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কী নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ কাউন্সিলরের।
Tags :
Bolpur Bangla News Bangla News Live Cow Smuggling Case Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ABP Ananda Bengali News