East Burdwan Cow Smuggling: কেতুগ্রামে গরু পাচারের অভিযোগ, গ্রেফতার ৯ । Bangla News
গরু পাচারের অভিযোগে, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ৫০টি গরু। ধৃতদের কাছে কোনও বৈধ নথি ছিল না বলে দাবি পুলিশের। সূত্রের দাবি, বীরভূমে নজরদারি চলছে, তাই গরু পাচারের সেফ করিডোর হিসাবে ব্যবহার করা হচ্ছে কেতুগ্রামকে।
Tags :
Bangla News Bangla News Live East Burdwan Cattle Smuggling Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Cow Smuggling Ketugram