Chopra Case: 'এদের মাথায় পুলিশমন্ত্রীর হাত, এই মনোভাবে চলছে', কোন প্রসঙ্গে বললেন সুজন?
ABP Ananda LIVE: গ্রেফতারির পরেও বেপরোয়া চোপড়াকাণ্ডে ধৃত তৃণমূল কর্মী (tmc)তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। তাঁর শরীরি ভাষায় ধরা পড়ল ভাইরাল ভিডিওয় দেখা যাওয়া সেই ঔদ্ধত্য়। গ্রেফতারির পরেও অনুশোচনার লেশমাত্র নেই অভিযুক্ত তৃণমূল কর্মীর। তরুণ-তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে তৃণমূল কর্মী। চোপড়ার এই ভয়াবহ ছবি সামনে আসতেই সর্বত্র নিন্দার ঝড় বইছে। অভিযুক্ত তৃণমূল কর্মী তাজিমুল ইসলাম ওরফে JCB-এর আগে ১২ টা মামলায় অভিযুক্ত, যার মধ্য়ে দুটো আবার খুনের মামলা। ৩ বার জেলেও যেতে হয়েছে। যদিও তাতে তার দাপট এতটুকুও কমেনি। 'মাথায় পুলিশমন্ত্রীর হাত, এই মনোভাবে চলছে', আক্রমণ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। '১৫, ১৬ জুন যুবক-যুবতীকে ২দিন ধরে আটকে অত্যাচার। লাগাতার অত্যাচারের পরে মুক্তিপণ দিয়ে ছাড়', অভিযোগ এমনটাই। এখানেই শেষ নয়, আক্রান্তদের মুক্তি পেতে দিতে হতো মোটা টাকা মুক্তিপণ! অভিয়োগ, ৪ কাঠা জমি, ৩ লক্ষ টাকা দিয়ে ছাড় পান আক্রান্তরা- এমন ঘটনাও ঘটেছে। গতকাল গ্রেফতারির আগেই মুক্তিপণ দেওয়ার অভিযোগ, খবর সূত্রের। ভয়ে সবার মুখে কুলুপ, কী করছিল পুলিশ? জেনেও নীরব তৃণমূল? সব জেনেও নীরব থেকে চোপড়ার JCB-কে মদত দলের? প্রশ্ন বিরোধীদের আফগানিস্তানের তালিবানি অত্যাচারের নৃশংস ছবি বাংলায়!