CPIM Rally: সুজন-বিকাশের নেতৃত্বে 'বাংলা ভাগ রোখো'-র ডাক দিয়ে পথে বামেরা | ABP Ananda LIVE
West Bengal News: 'বাংলা ভাগ রোখো'-র ডাক দিয়ে পথে বামেরা । গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল বামেদের।
নিষেধাজ্ঞা ওঠার পরেও নতুন করে বাধা, শ্য়ুটিং করতেই পারলেন না রাহুল ! 'ব্যান' উঠতেই এবার রাহুল মুখোপাধ্যায়ের শ্যুটিং 'বয়কটে' টেকনিসিয়ানরা। টালিগঞ্জে শ্যুটিং ফ্লোর থেকেই ফিরতে হল প্রসেনজিৎ-অনির্বাণদের ! ফেডারেশেনর সাসপেনশন উঠতেই কর্মবিরতিতে টেকনিসিয়ানরা ! শ্যুটিংয়ে এলেন না টেকনিসিয়ানরা, ফিরতে হল পরিচালক-অভিনেতাদের। নতুন করে বন্ধ শ্যুটিং, রাহুলের পাশে দাঁড়িয়ে এককাট্টা পরিচালকরা । সোমবার পর্যন্ত টেকনিসিয়ানদের ডেডলাইন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর। রাহুলের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে প্রসেনজিৎ, দেব, কৌশিক, অনিরুদ্ধ, পরমব্রতরা। কেন হঠাৎ কর্মবিরতি, কেন বন্ধ শ্যুটিং, এখনও প্রতিক্রিয়া মেলেনি ফেডারেশনের
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি অধীরের। রাজ্যের আইনশৃঙ্খলার 'বেহাল' অবস্থা, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি। 'বিরোধীদলের কর্মী-সমর্থকদের উপর শাসকের নিষ্ঠুর মনোভাব', রাজ্যে অলিখিত জরুরি অবস্থা জারি হয়েছে বলেও অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতির হস্তক্ষপ দাবি অধীরের।