CPM News: বামেদের মিশন ২৬, ব্রিগেড থেকে তৃণমূল ও বিজেপিকে উৎখাতের ডাক সিপিএমের

ABP Ananda LIVE: বামেদের মিশন ২৬, ব্রিগেড থেকে তৃণমূল ও বিজেপিকে উৎখাতের ডাক সিপিএমের । 'যাঁরা দূরবিন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, তাঁদের বুকে কাঁপন ধরেছে' । এই দুর্নীতিবাজ রাজ্য সরকারকে উৎখাত করতে হবে, আক্রমণ সেলিমের । ব্রিগেড থেকে ২৬-এ উইকেট ফেলার হুঁশিয়ারি সেলিমের । ব্রিগেড থেকে ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম? কাটবে শূন্যের গেরো? 

আরও খবর...

জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও ১ জনকে। সব মিলিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল ৪। এর মধ্য়ে ৩ জন ভিন জেলা থেকে গ্রেফতার হলেও, প্রত্যেকেই মুর্শিদাবাদের পুরনো বাসিন্দা। এদিকে, হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করল নিহতদের পরিবার। 

মুর্শিদাবাদকাণ্ডে নাটক করছে তৃণমূল-বিজেপি। স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত। মমতার দয়ায় বাংলায় আরএসএস, আক্রমণ বামেদের। বিচারবিভাগীয় তদন্তের দাবি।

ভাঙড়ে ওয়াকফ অশান্তির প্রতিবাদে পথে তৃণমূল। একযোগে আইএসএফ, বিজেপিকে নিশানা সওকত-সায়নীর। পাল্টা আক্রমণ নৌশাদ-শমীকের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola