CPIM News: সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর দেওয়াল লিখনে কালির ছিটে, 'সিপিএমকে বর্জন করেছে মানুষ', প্রতিক্রিয়া TMC'র
Continues below advertisement
যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর দেওয়াল লিখনে কালির ছিটে, চুনের প্রলেপ। তার জন্য তৃণমূলকেই দায়ী করছে সিপিএম। অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, সিপিএমকে বর্জন করেছে মানুষ, তারই প্রতিফলন দেখা যাচ্ছে দেওয়াল লিখনে।
Continues below advertisement