CPM : তৃণমূল-বিজেপির সেটিংয়ের অভিযোগ, তদন্তের দ্রুত নিষ্পত্তির দাবি সিপিএমের ।ABP Ananda Live
কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকা দুর্নীতির তদন্তের দ্রুত নিষ্পত্তি চাই। এই দাবিতে আজ সিজিও কমপ্লেক্স (CGO Complex) অভিযান করল সিপিএম (CPM)। ফের তৃণমূল-বিজেপির সেটিংয়ের তত্ত্ব উসকে দিয়ে সিপিএমের অভিযোগ, সিবিআই-ইডির কাছে সব তথ্য থাকা সত্বেও, ব্যবস্থা নিচ্ছে না তারা ! এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।