Morning Headline: রাহুলের 'যাত্রায়' সামিল সিপিএম, মহাজোটের হাতছাড়া বিহার; সকালের গুরুত্বপূর্ণ খবর

Continues below advertisement

শিলিগুড়ির (Siliguri) পর বাংলায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাকি ন্যায় যাত্রাতেও সামিল হবে সিপিএম। মালদায় সুজন, শতরূপ, মুর্শিদাবাদে (Murshidabad) যোগ দেবেন মহম্মদ সেলিম। বিশেষ আমন্ত্রণ মীনাক্ষী মুখোপাধ্যায়কে।

বাংলায় ন্যায় যাত্রা করলেও রাহুল গাঁধীর মুখে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, আনলেন না নীতীশ প্রসঙ্গও। 

রাহুলের ন্যায় যাত্রার দিনেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। ৫ দিনে যাবেন ৭ জেলায়। আজ কোচবিহারে সরকারি পরিষেবা অনুষ্ঠানের পর শিলিগুড়িতে পাট্টা বিলি। কাল রায়গঞ্জ, বালুরঘাটে সরকারি অনুষ্ঠান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram