Meenakshi Mukherjee: 'একটা জমি লুঠ করার জন্য ১০০টা বাইক আসছে কোথা থেকে ?' সুর চড়ালেন মীনাক্ষী
ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি, পুলিশ ক্যাম্পে ৭৩টি অভিযোগ দায়ের । হাতে গোণা কয়েকটি অভিযোগ বাদ দিয়ে বেশিরভাগই সিরাজউদ্দিনের বিরুদ্ধে। পুলিশ ক্যাম্পে ৭৩টি অভিযোগের মধ্যে সিরাজউদ্দিনের বিরুদ্ধেই হাফ সেঞ্চুরি পার! 'এখনও কেন গ্রেফতার করা গেল না শেখ শাহজাহান, সিরাজউদ্দিনকে?' সন্দেশখালির বাসিন্দাদের পাশাপাশি প্রশ্ন মীনাক্ষী মুখোপাধ্যায়দের।