CPM News: বাংলা এবং বাঙালি বিরোধী BJP-র বিরুদ্ধে কখনও TMC আপত্তি করতে পারেনি বরং প্রশ্রয় দিয়েছে:সুজন
ABP Ananda Live: 'যখন NDA-র অংশীদার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন উনি কোনও আপত্তি করেননি। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখানকার মানুষ গেলে বিজেপি বিজেপি যা করার তাই করছে। খুব খারাপ। বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে কখনও তৃণমূল আপত্তি করতে পারেনি বরং প্রশ্রয় দিয়েছে। বাইরে যখন এই রাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিক যাচ্ছে তাঁদের কার্ড নিয়ে প্রশ্ন উঠে গেছে'। বললেন সুজন চক্রবর্তী।
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু, রাতের অন্ধকারেই প্রশান্ত মহাসাগরে অবতরণ, চোখ ভিজল মায়ের
ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla)