Mohammed Selim: 'আমার মনে হয় তাঁর একটা মানুষের প্রতি কর্তব্য আছে', মন্তব্য সেলিমের | ABP Ananda LIVE
Abhijit Gangopadhyay: 'তিনি শিক্ষক নিয়োগের (Recruitment Scam) দুর্নীতির প্রশ্নে, অন্যান্য দুর্নীতির প্রশ্নে একটা ভূমিকা পালন করেছেন বিচারপতি হিসেবে। অনেক বেকার ছেলেমেয়েদের মনে আশা জাগিয়েছেন। তাঁদের প্রতি ন্যায় হবেই এবং তিনি করবেন সেই বিশ্বাসও তিনি করে সেরকম আদেশও দিয়েছেন, মন্তব্যও করেছেন যা অনেকে সেটা ভাল চোখে দেখেনি। কিন্তু আমার মনে হয় তাঁর একটা মানুষের প্রতি কর্তব্য আছে',মন্তব্য সেলিমের (MD Selim)।
Tags :
ABP Ananda LIVE Justice Abhijit Gangopadhyay MD Selim Justice Abhijit Ganguly News Justice Abhijit Ganguly Latest News Justice Abhijit Ganguly Resign