MD Selim : মমতাকে আরএসএস খোঁচা মহম্মদ সেলিমের। বাম অভিযানে ধুন্ধুমার। Bangla News
Continues below advertisement
'আমি জানতাম না আরএসএস এত খারাপ, তাই বাজপেয়ী মালপোয়া খাইয়েছিল। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল। দেশজুড়ে যে পরিবেশ তারা তৈরি করেছে, তারপর এরকম সার্টিফিকেট-ই চায়।' নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ মহম্মদ সেলিমের।
দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে জলপাইগুড়িতে বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা। দুপুর তিনটে নাগাদ জলপাইগুড়ি নেতাজিপাড়া থেকে মহম্মদ সেলিমের নেতৃত্বে শুরু হয় মিছিল। মাঝে ব্যারিকেড দিয়ে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বাম নেতা-কর্মীদের।
ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তাঁরা।
Continues below advertisement
Tags :
Tmc ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Mdselim BanglaNews Mamatabanerjee Left