CPM: শেখ শাহজাহানকে গ্রেফতারের পর ন্য়াজাটে সিপিএমের সভা। ABP Ananda Live

West Bengal News: আদালতের নির্দেশ, সন্দেশখালির (Sandeshkhali Incident) মহিলাদের আন্দোলনের জের, বিরোধীদের পথে নামা। এই সাঁড়াশি চাপের মুখে, ED-র ওপর হামলার ছাপ্পান্ন দিনের মাথায়, অবশেষে গ্রেফতার করা হল শেখ শাহজাহানকে (Sheikh Sahajahan) ।গতকালই, শাহজাহানকে গ্রেফতার করতে, CBI-ED ও পুলিশকে ছাড়পত্র দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আর এর চব্বিশ ঘণ্টার মধ্য়ে আজ সকালে পুলিশ জানাল, গতকাল রাতে মিনাখাঁ থেকে তারা শাহজাহানকে ধরেছে। যদিও প্রশ্ন উঠছে, সন্দেশখালি থেকে তিরিশ কিলোমিটার দূরে মিনাখাঁতেই যদি শাহজাহান থাকবেন, তাহলে কেন এতদিন ধরা হয়নি? বিরোধীরা একযোগে বলছে, গ্রেফতারি নয়, এটা নাটক। অন্যদিকে, শেখ শাহজাহানকে গ্রেফতারের পর ন্য়াজাটে সিপিএমের সভায় কী উঠে এল? ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola