CPM Meeting: কেন হার, কেন পেরনো গেল না শূন্যের গেরো ? কোথায় খামতি ? পর্যালোচনা বৈঠক সিপিএমের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সিপিএমের কেউ কেউ কি তলে তলে যোগাযোগ রাখছেন তৃণমূল বা বিজেপির সঙ্গে? বুথ স্তরে কি সিপিএমের সংগঠন একেবারেই তলানিতে এসে ঠেকেছে? শুধুমাত্র ২ মাসের প্রচারেই কি নির্বাচনে জেতা সম্ভব? আজ সিপিএমের প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছিল রাজ্য নেতৃত্ব। আর সেখানেই উঠে এমনই সব প্রশ্ন।
এন্ট্রান্স-কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের মধ্যেই অপসারিত National Testing Agency-র ডিজি সুবোধ কুমার সিংহ। আপাতত NTA-এর ডিজির দায়িত্বে প্রদীপ কুমার খারোলা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET এবং UGC-NET নিয়ে অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। প্রশ্নপত্র ফাঁসে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। সেই বিতর্কের মধ্যেই NTA-র ডিজি-কে সরাল কেন্দ্র। (NTA DG Removed)
NTA-র নয়া ডিজি প্রদীপ প্রাক্তন ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার। শনিবার রাতে তাঁকে সুবোধের জায়গায় বসানো হল। সুবোধকে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। স্থায়ী ভাবে কাউকে ওই পদে যতদিন না নিযুক্ত করা হচ্ছে, তত দিন দায়িত্ব সামলাবেন প্রদীপই। (NEET Controversy)