Minakshi Mukherjee:বেশি ট্যা ফু করো না, টেংরি খুলে নিতে আমরাও জানি, হুঁশিয়ারি মীনাক্ষীর। Bangla News
Continues below advertisement
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে অব্যাহত হুমকি হুঁশিয়ারি। এবার নাম না করে তৃণমূল নেতা-কর্মীদের হুঁশিয়ারি মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee)। বেশি ট্যা ফু করো না, টেংরি খুলে নিতে আমরাও জানি, হুঁশিয়ারি মীনাক্ষীর। 'ডিওয়াইএফআই (DYFI) বাপের বেটার মতো দাঁড়িয়ে থেকে নমিনেশন করিয়ে ছাড়বে', হুঙ্কার ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের। সিপিএমের আমলেই মানুষ ভোট দিতে যেতে পারত না, পাল্টা আক্রমণে তৃণমূল।
Continues below advertisement