CPM Protest: বসিরহাটে সিপিএমের মহামিছিলের পুরভাগে আছে মহিলারা, এগিয়ে চলেছে এস পি অফিসের দিকে
ABP Ananda LIVE: বসিরহাটে (Basirhat) সিপিএমের মহামিছিল (CPM Rally) । এই মুহুর্তে বসিরহাটের টাউনহলে পৌঁছেছে মিছিল। বসিরহাট কলেজ থেকে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে প্রায় ২ কিলোমিটার এগিয়েছে এই মিছিল। ধীরে ধীরে এই মিছিল এগিয়ে চলেছে এস পি অফিসের দিকে। মহিলারা পুরভাগে আছে এই মিছিলের। সন্দেশখালিতে মহিলাদের যে নির্যাতন এবং প্রাক্তন বিধায়কের গ্রেফতারের কারণে এই মহা মিছিল।