CPM Rally: মালদায় সেচ দফতরে বামেদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার
ABP Ananda LIVE: গঙ্গা ভাঙনে পুনর্বাসন, জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি। মালদায় সেচ দফতরে বামেদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাম-বিক্ষোভে ধুন্ধুমার
'আসামীর যেন ফাঁসি হয়', প্রতিক্রিয়া কৃষ্ণনগরে নিহত ছাত্রীর মায়ের
'আসামীর যেন ফাঁসি হয়', প্রতিক্রিয়া কৃষ্ণনগরে নিহত ছাত্রীর মায়ের। বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে খুন। কৃষ্ণনগরে শ্যুটআউট, গুলিতে খুন প্রথম বর্ষের কলেজ ছাত্রী। বাড়ির দোতলায় ঢুকে গুলি চালাল যুবক দেবরাজ সিংহ। গুলিতে নিহত প্রথম বর্ষের কলেজ ছাত্রী ঈশিতা মল্লিক। কলেজ ছাত্রী খুনের পর কৃষ্ণনগরের মানিকপাড়ায় চাঞ্চল্য, আতঙ্কে স্থানীয়রা। ভরদুপুরে ঘরের মধ্যে বন্দুক হাতে যুবক। পরিবারের সামনেই, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর চলল গুলি। সিনেমাকেও হার মানাবে হাড়হিম করা এই দৃশ্য। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে নদিয়ার কৃষ্ণনগরে এসে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পলাতক দেবরাজ সিংহ(২৩) নামে ওই আততায়ী। নিহত ছাত্রীর দাদু জয়দেব মল্লিক বলেন, 'গুলিটা আমার নাতনির মাথায় লেগেছে। গুলি করেছে কাঁচরাপাড়ার একটা ছেলে। নাতনি তো মারাই গেছে।' পরিচিত যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় আক্রোশে ঘরে ঢুকে গুলি। এত সহজে অস্ত্র মিলছে কোথা থেকে, প্রশ্ন প্রাক্তন পুলিশ কর্তাদের।