Sujan Chakraborty:পুলিশরাজ বলতে যা বোঝায়,প্রকৃত অর্থে তৃণমূল রাজত্ব চলছে পশ্চিমবাংলায়:সুজন চক্রবর্তী

Continues below advertisement

ABP Ananda LIVE: 'খুবই বেআইনি, জবরদস্তি। পুলিশরাজ বলতে যা বোঝায় তাই প্রকৃত অর্থে পুলিশ দুষ্কৃতী তৃণমূল (TMC)  রাজত্ব চলছে পশ্চিমবাংলায়' (West Bengal) । 'আইনের কোনও শাসন নেই'। জবরদস্তি যেভাবে আজকেও নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddqui) বিধায়ক তাঁকে আটকে দেওয়া হল, কারণ ১৪৪ ধারা ভঙ্গ করেছে বলে'। 'অথচ সায়েন্স সিটির (Science City)কাছে ১৪৪ ধারা নেই', মন্তব্য সুজন চক্রবর্তীর। ফের সন্দেশখালিতে যেতে বিরোধীদের বাধা। ৬২ কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করল পুলিশ। কেন গ্রেফতার করা হল, এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ান নৌশাদ। পরে পুলিশ জানায়, সিআরপিসি-র ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram