West Bengal Budget 2023: ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের ঋণপ্রকল্প, বাজেটে ক্রেডিট কার্ডের ঘোষণা
Continues below advertisement
এবার যুব সমাজের জন্য ক্রেডিট কার্ডের (Credit Card) ঘোষণা রাজ্যে। বাজেট (West Bengal Budget) পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, '১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্প। এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ।' চলতি বছর রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) । তার আগে যুব সমাজের জন্য ঘোষণা রাজ্যের। এদিন বাজেট পেশ পর্বে অর্থমন্ত্রী বলেন, "১৮-৪৫ বছরের মধ্যে ২ লক্ষ যবুক-যুবতী তাঁদের স্বনিযুক্তিমূলক কাজে জন্য আর্থিক সাহায্য পাবে। সর্বাধিক ৫ লক্ষ টাকা ব্যাঙ্ক মারফত ঋণ নিতে পারবে।''
Continues below advertisement