Cricket Tournament: কাঁকুড়গাছিতে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট, চ্য়াম্পিয়ন রয়েস বেঙ্গল টাইগার
চল্লিশ ঊর্ধ্বদের নিয়ে কাঁকুড়গাছিতে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট। অষ্টম বর্ষে স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগ চ্য়াম্পিয়ন হল রয়েস বেঙ্গল টাইগার। স্বপ্নার বাগান স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের শেষ দিনে হাজির হয়েছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা দিলীপ বেনসরকার।