Crime News:২৭ দিনের মধ্যে একাধিক শ্যুটআউটের ঘটনা,রাজ্য়ের রাজধানী শহরে বাড়ছে বন্দুকবাজের দৌরাত্ম্য? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ২৭ দিনের মধ্যে তিনবার শ্যুটআউটের অভিযোগ কলকাতায় । রাজ্য়ের রাজধানী শহরে বাড়ছে বন্দুকবাজের দৌরাত্ম্য?  পার্ক স্ট্রিট থেকে শুরু করে কসবা, সম্প্রতি একাধিক শ্যুটআউটের ঘটনা ঘটেছে শহরে । গত ৯ জুন দুষ্কৃতী দৌরাত্ম্যে গুলি চলে কসবায় । বাইক নিয়ে রেষারেষি থেকে গন্ডগোলের জেরে গত ১৪ জুন শ্যুটআউটের ঘটনা মির্জা গালিব স্ট্রিট ও কিড স্ট্রিটের সংযোগস্থলে । ওই ঘটনায় গুরুতর জখম হন তালতলা লেনের বাসিন্দা এক যুবক । পরের দিনই শহরতলির বেলঘরিয়ায় ভরদুপুরে জনবহুল বিটি রোডে এক ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা

মধ্যরাতে ঘুমের মধ্যে বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু মা ও চার বছরের ছেলের। আগুনে পুড়ে গুরুতর জখম বাবা। পরিবারের বড় ছেলে ও প্রতিবেশীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামে। তদন্ত শুরু করেছে পুলিশ, ডাকা হয়েছে ফরেন্সিক টিমকে

নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন চলছে। ফল ঘোষণার ১ মাসের মাথায় রাজ্যপাল দায়িত্ব দিলেও, শপথগ্রহণ করাবেন না, বলে জানালেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায়, আজ বিধানসভায় বিশেষ অধিবেশন। এখানে কি কোনও সিদ্ধান্ত হবে? এনিয়ে শুরু হয়েছে জল্পনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram