Adeno Virus: নেই টেস্ট কিট, ১ সপ্তাহ ধরে ট্রপিক্যাল মেডিসিনে অ্যাডিনো পরীক্ষা বন্ধ
আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো, ২ মাসে ৪৫ শিশুর মৃত্যু। বেড, আইসিইউয়ের জন্য হাহাকারের মধ্যেই সরকারি কেন্দ্রে টেস্ট কিটের সঙ্কট। নেই টেস্ট কিট, ১ সপ্তাহ ধরে ট্রপিক্যাল মেডিসিনে অ্যাডিনো পরীক্ষা বন্ধ। অ্যাডিনো পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে নাইসেডে। 'টেস্ট কিট সরবরাহের জন্য সংস্থাকে জানানো হলেও, এখনও মেলেনি'। টেন্ডার প্রক্রিয়া চালু করার দাবি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষের । বেসরকারি ক্ষেত্রে অ্যাডিনো টেস্টের খরচ সাড়ে ৪ হাজার থেকে ২২ হাজার টাকা!। কলকাতার ৭টি বেসরকারি ক্ষেত্রে নাগালের বাইরে অ্যাডিনো টেস্টের খরচ