Sandeshkhali Incident: ইডি-কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা, রাজভবনে সিআরপিএফের আইজি। ABP Ananda Live
২দিন পার, সন্দেশখালিতে (Sandeshkhali Incident) ইডি-মিডিয়ার উপরে হামলায় এখনও গ্রেফতার শূন্য। কোথায় শাহজাহান? এখনও খোঁজ নেই তৃণমূল নেতার। ইডি-কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা, রাজভবনে সিআরপিএফের (CRPF) আইজি। রাজভবনে (Raj Bhawan) পৌঁছলেন সিআরপিএফের বেঙ্গল সার্কেলের আইজি বীরেন্দ্র কুমার সিংহ। সন্দেশখালিকাণ্ড নিয়ে প্রায় আধঘণ্টা রাজ্যপালের সঙ্গে কথা, খবর সূত্রের।