CV Anand Bose: বঙ্গে বোসের ২ বছর, 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি ঘোষণা রাজভবনের
ABP Ananda LIVE: ২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি সি ভি আনন্দ বোসের । নারী সুরক্ষায় বিশেষ কোর্স থেকে পিছিয়ে পড়া এলাকা পরিদর্শন । 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি ঘোষণা রাজভবনের। এক মাস ব্যাপী কর্মসূচি 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' । রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকা পরিদর্শন করবেন বোস । রাজ্যজুড়ে মোট ২৫০ জায়গা পরিদর্শন করবেন রাজ্যপাল। বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন বোস।
আরও খবর, সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িতে হামলার অভিযোগ, ধৃত ২। পুজো উদ্বোধন সেরে ফেরার পথে ন্যাজাটের শিমুলআটিতে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। বিধায়কের অনুগামী বেশ কয়েকজনকে মারধরেরও অভিযোগ। শেখ শাহজাহান অনুগামী কাদের মোল্লার লোকজন হামলা চালিয়েছে, অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতোর। হাটগাছি পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান কাদের মোল্লা। বিধায়কের অনুগামীরা চাকরির নামে টাকা তুলছে, তা নিয়ে মানুষের ক্ষোভের জেরে এই ঘটনা, দাবি কাদের মোল্লার।