CV Ananda Bose: হাসপাতালে ইডি আধিকারিকদের দেখতে পৌঁছলেন সি ভি আনন্দ বোস। ABP Ananda Live

West Bengal News: তৃণমূল নেতা (TMC Leader) শেখ শাহজাহানের বাড়িতে ইডি (ED) অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডব (Sandeshkhali chaos)। ইডি, সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পেল না কেউই। খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ (ABP Ananda), ভাঙা হল ক্যামেরা, গাড়ি, মোবাইল ছিনতাই। এবিপি আনন্দর চিত্র সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর দুষ্কৃতীদের মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের। সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত ৫ ইডি আধিকারিক। প্রাণে বাঁচতে এবিপি আনন্দর গাড়িতে আশ্রয় নেন ৪ ইডি আধিকারিক। এবিপি আনন্দর গাড়ি আটকে চালককে মারধর দুষ্কৃতীদের। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শাহজাহানের সাম্রাজ্যে ইডির হানা ঘিরে দুষ্কৃতী তাণ্ডব। সকাল ৭.১০ - শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই চড়াও দুষ্কৃতীরা। এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এখনও কেন অধরা দুষ্কৃতীরা, প্রশ্নে পুলিশের ভূমিকা। হাসপাতালে ইডি আধিকারিকদের দেখতে পৌঁছলেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola