CV Ananda Bose: জনসংযোগ বাড়াতেই সরাসরি মাঠে সিভি আনন্দ বোস ? | ABP Ananda LIVE

 ABP Ananda LIVE: ২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি সি ভি আনন্দ বোসের। নারী সুরক্ষায় বিশেষ কোর্স থেকে পিছিয়ে পড়া এলাকা পরিদর্শন। 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি ঘোষণা রাজভবনের। রাজভবনের এক মাস ব্যাপী কর্মসূচি 'আপনা ভারত, জাগতা বেঙ্গল'। রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকা পরিদর্শন করবেন বোস। রাজ্যজুড়ে মোট ২৫০ জায়গা পরিদর্শন করবেন রাজ্যপাল। বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন বোস। 

প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরপরই ভাঙচুরের ঘটনা চলে হাসপাতালে। রীতিমতো তাণ্ডব চলে। ব্যারিকেড ভেঙে হাসপাতালে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। এরপরই আজ আরজি কর হাসপাতালে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস  । জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে যান তিনি। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান ওঠে মুহূর্মুহু। আরজি কর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola