CV Ananda Bose: ছয়ের পর আরও চার স্থায়ী উপাচার্যে রাজ্যপালের সম্মতি

Mamata Banerjee: ছয়ের পর আরও চার স্থায়ী উপাচার্যে রাজ্যপালের সিলমোহর। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত উপাচার্যদের নামেই রাজ্যপালের সম্মতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরের দিনই আরও উপাচার্যে সিলমোহর। বাংলায় বোসের তৃতীয় বছরে নতুন সমীকরণ? মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই সম্মতি। 

 

দ্বিপাক্ষিক বৈঠকে সম্প্রীতির দাবি করলেও বাংলাদেশের যুদ্ধজিগির অব্যাহত। আজ আগরতলা অভিযানের ডাক খালেদা জিয়ার দলের ৩টি সংগঠন। ঢাকার নয়া পল্টন থেকে আগরতলার কাছে ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত মিছিল করবে BNP-র তিন সংগঠন। মিছিল করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আগরতলায় বাংলাদেশের কনস্য়ুলেটের কাজ আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার। অভিযান ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে ত্রিপুরা পুলিশ। আগরতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ, BSF ও CRPF।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola