Governor: রাজভবনে মূর্তি বিতর্কের ব্যাখ্যা সিভি আনন্দ বোসের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: রাজভবনে মূর্তি বিতর্কের ব্যাখ্যা সিভি আনন্দ বোসের । বাংলায় ২ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল নিজেরই একটি আবক্ষ মূর্তি উপহার পান রাজ্যপাল । নিজের মূর্তি নিজেই উদ্বোধন করলেন রাজ্যপালকে কটাক্ষ করে পোস্ট করেন ব্রাত্য বসু । 

আরও খবর..

পকসো মামলায় গ্রেফতার কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অন্যতম অভিযুক্ত। কাল আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় চার্জ গঠন। তার আগে চার্জশিটে নাম থাকা বিকাশ মিশ্র পকসো মামলায় গ্রেফতার। 

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিং চলাকালীন তুলকালাম। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি। শাস্তির মুখে শঙ্কর দলুই? ঘাটালের অরবিন্দ স্টে়ডিয়ামের বৈঠকে তুলকালাম। গন্ডগোলের জেরে বৈঠক ছাড়লেন তৃণমূল সাংসদ দেব। কয়েকদিন আগেই শিশুমেলার আয়োজন নিয়ে বৈঠক প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। পরিকল্পিতভাবে সব করা হল, দাবি ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola