Gangajalghati: ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, গঙ্গাজলঘাটির ধবনী এলাকায় তুলকালাম
Continues below advertisement
শেষরাতে ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ধবনী এলাকায় তুলকালাম। সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ঘণ্টাদুয়েক বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। গতকাল রাত ৩টে নাগাদ মেজিয়া থেকে দুর্লভপুরগামী ডাম্পার সাইকেল আরোহী মাছ ব্যবসায়ী শ্যামাপদ মাজিকে পিছন থেকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় বছর পঞ্চাশের ওই ব্যবসায়ীর। ডাম্পারের চালক পলাতক।
Continues below advertisement