Cyclone Ashani: শক্তিবৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ঘূর্ণিঝড় ‘অশনি’| Bangla News
Continues below advertisement
শক্তিবৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ঘূর্ণিঝড় ‘অশনি’। বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’। পুরী থেকে ৮৮০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’
ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে ‘অশনি’। উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরালভাবে এগোবে ঘূর্ণিঝড়। উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে কলকাতা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
Continues below advertisement
Tags :
Weather Update Weather Department Cyclone Ashani আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় Cyclone Ashani Latest News Trophical Cyclone Ashani Cyclone Ashani Cyclone In Bengal Ashani Cyclone Alert Cyclone Ashani Update Cyclone Ashani In Odisha Ashani Cyclone In AP ঘূর্ণিঝড় অশনি অশনি-সঙ্কেত ঘূর্ণিঝড় অশনি