Cyclone Dana: কাল সকালের মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'দানা', মোকাবিলায় প্রস্তুত লালবাজার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা  । সুন্দরবন এলাকায় ৮০ থেকে ১০০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা । দঃ ২৪ পরগনার বাকি অংশে ৭০ থেকে ৯০কিমি/ঘণ্টা ঝড়ের সতর্কতা কলকাতায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা হাওড়া, হুগলিতে ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা  পূর্ব মেদিনীপুরে ১ থেকে ২ মিটার জলোচ্ছ্বাসের সতর্কতা  দক্ষিণ ২৪ পরগনার উপকূলেও প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা   কাল মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’ পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি গতিবেগ হওয়ার আশঙ্কা

আরও খবর..


ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়ার আগেই দানা বেঁধেছে আশঙ্কা। ইয়াসের কথা মনে করে আতঙ্কের প্রহর গুনছেন কাঁথি ১ নম্বর ব্লকের বাসিন্দারা। শৌলা মৎস্য বন্দর থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দর পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ প্লাবনের আশঙ্কা করছেন। রঘু সর্দার, বাড় জলপাই, বগুড়ান জলপাই, শ্যামরাই, ভোগপুুর, গোপালপুর, জুনপুট, দক্ষিণ কাঁদুয়া-সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হতে পারে। কারণ, এই সমস্ত গ্রাম ও সমুদ্রের মধ্যে কোনও গার্ডওয়াল নেই। ফলে জলোচ্ছ্বাস হলেই জল ঢোকে এই সমস্ত গ্রামে। ইয়াসের সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অধিকাংশ গ্রামবাসী টানা দেড়মাস বাড়িই ফিরতে পারেননি। ফলে এবার ঘূর্ণিঝড় ‘দানা’র আশঙ্কায় ঘুম ছুটেছে কাঁথি ১ নম্বর ব্লকের বাসিন্দাদের।

 

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র, শুনশান সৈকত। কাল মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’। পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি গতিবেগ হওয়ার আশঙ্কা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram