Kolkata News: ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, ঘটনাস্থলে গেলেন CESC আধিকারিকরা
ABP Ananda Live: ভবানীপুরে জাস্টিস দ্বারকানাথ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলে পড়ে মৃত্যু হল কলেজ পড়ুয়া ২২ বছরের তরুণের। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা সৌরভ গুপ্তর বাবার ভবানীপুরে ভুজিয়ার দোকান রয়েছে। বাবা অসুস্থ হয়ে পড়ায়, মাসদুয়েক আগে কলকাতায় আসেন সৌরভ। আগামীকাল বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল।
পরিবারের দাবি, গতকাল বিকেলে রাস্তায় জমা জল পেরোতে গিয়ে বেসামাল হয়ে একটি বহুতলের লোহার রেলিংয়ে হাত দেন সৌরভ। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ৬ তলা বহুতলের দোতলায় ডেন্টাল ক্লিনিক রয়েছে। ক্লিনিকের গ্লোসাইন বোর্ড রয়েছে রেলিংয়ের পাঁচিলের গায়ে, সেখানে হাত দিতেই ওই তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হন বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ, জমা জলের মধ্যে দীর্ঘক্ষণ পড়েছিলেন তরুণ, কিন্তু বহুতল কর্তৃপক্ষ প্রথমে মেন সুইচ বন্ধ করতে চায়নি। এরপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে গেলে তরুণকে মৃত বলে ঘোষণা করা হয়। CESC-র দাবি, ওই জায়গায় বিদ্যুতের লাইন মাটির নীচ দিয়ে গিয়েছে। একজন গ্রাহক আলোক সজ্জার জন্য মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নেন, টানা তার থেকেই এই ঘটনা ঘটে।