Cyclone Dana: লাগাতার বৃষ্টিতে জল-যন্ত্রণা, হাঁটুর উপরে জল, নদীর চেহারা নিয়েছে লোয়ার রডন স্ট্রিট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। ঠনঠনিয়া, বউবাজার, মৌলালি থেকে ময়দান। রাস্তা যেন নদী। হাঁটুজল কৈখালি থেকে বেহালায়। চরম দুর্ভোগ। টানা বৃষ্টিতে জল-যন্ত্রণা । টানা বৃষ্টিতে জল থইথই রাজ্যের ১ নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম ও ন্যাশনাল মেডিক্যাল। জলমগ্ন কার্ডিওলজি, প্রসূতি বিভাগ, আউটডোর। বাড়ছে হয়রানি
আরও খবর..
গত ২৩ অক্টোবর যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বাদানুবাদ চলাকালীন সামনে রাখা বোতল ভাঙন কল্যাণ, ছুড়ে ফেলেন জেপিসির চেয়ারম্যানের সামনে। এবার যৌথ সংসদীয় কমিটির বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর এবার বিজেপি সাংসদকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বলেন, 'ও হচ্ছে জুডিশিয়ারির কুলাঙ্গার' ! পাল্টা শমীক।
ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও ভাসছে দক্ষিণবঙ্গে। সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিনভর দুর্যোগের পূর্বাভাস। যদিও এরইমধ্যে রয়েছে আশার খবর। কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।