Cyclone Dana News: মধ্যরাত থেকে সকালের মধ্যে ল্যান্ডফল হবে দানার, ভিড় বাড়ছে ত্রাণশিবিরে

Continues below advertisement

Dana News Update: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব। ফুঁসছে দিঘার সমুদ্র। পাশেই ওড়িশা, সেখানেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা। সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। গতকাল থেকেই পর্যটকশূন্য দিঘা। সমুদ্র পাড়ের দোকানগুলির ঝাঁপ বন্ধ। টহল দিচ্ছে পুলিশ। দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তটভূমি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। দিঘায় হোটেল, লজ গতকালই খালি করার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "২৪ ঘণ্টার হেল্পলাইন চালু আছে নবান্ন ও জেলায়। আজ রাতে সবাইকে বলা হয়েছে জেলায়, ব্লকে তারা নিজেদের অফিসিয়াল সিস্টেমের মেকানিজিম নজর রাখবে। কেউ কেউ বলছে সকাল ৯টা, সকাল ৬টা, ৭টা হতে পারে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সবচেয়ে দামী হচ্ছে মানুষের জীবন। তাই জীবন রক্ষা করতে হবে। স্কুল এই কারণে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। নবান্নে আমি রাতে থাকব। ডিজাস্টার ম্যানেজেমন্ট রাতে থাকবে। পুলিশ যেখানে খালি করতে বলছেন, সেখানে দয়া করে একটা রাতের জন্য মান্যতা দিন। যতক্ষণ আবহাওয়া ক্লিয়ার না হবে, জলে নামা বারণ, সমুদ্র মাছ তুলতে যাওয়া বারণ করা আছে। সরকারি নির্দেশিকা মেনে চলবেন।'' ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram