Cyclone Dana: যে ট্রাক্টর কৃষকের রুটি রোজকারের হাতিয়ার, সেটাই এখন অস্থায়ী বাসস্থান ! | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: যে ট্রাক্টর কৃষকের রুটি রোজকারের হাতিয়ার, সেটাই এখন অস্থায়ী বাসস্থান । ট্রাক্টরের উপর ত্রিপল খাটিয়ে বসবাস করছেন বালেশ্বরের রেমুনা ব্লকের বাসিন্দারা । তারা নদীর দারে থাকেন । আপাতত মাথাগোঁজার আশ্রয়টুকু তৈরি করেছেন । বানভাসী হয়ে এই মুহূর্তে ট্রাক্টরের উপর ত্রিপল খাটিয়েই বসবাস করছেন বালেশ্বরের রেমিন্না 

আরও খবর...

DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম করে পোস্ট ঘিরে বিতর্ক। ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে ফিরহাদ হাকিমের ছবি দেওয়া পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। মীনাক্ষীর বিরুদ্ধে চেতলা থানায় অভিযোগ দায়ের হল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে বলে অভিযোগ ফিরহাদের। বিতর্কিত পোস্ট রিপোস্ট করে মীনাক্ষীকে আক্রমণ কুণাল ঘোষেরও। যদিও মীনাক্ষীর দাবি, ভুয়ো প্রোফাইল থেকে তাঁর নামে এই পোস্ট করা হয়েছে। 

মাইক্রোব্লগিং সাইট X-এ মীনাক্ষীর নামে তৈরি একটি হ্যান্ডল থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়। ওই পোস্টে ফিরহাদের বিতর্কিত একটি ছবি রয়েছে। উপরে লেখা, '৯০ মিলি ঝড় হয়ে গেল! কিছুই বুঝতে পারলাম না'। ওই পোস্টটি এদিন রিপোস্ট করেন তৃণমূল নেতা কুণাল। তিনি লেখেন, 'ছিঃ মীনাক্ষী। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম আপনার রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তাঁর ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram