Cyclone Dana: পর্যটকদের জন্য পুরী ছাড়ার বিজ্ঞপ্তি ওড়িশা প্রশাসনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঘূর্ণিঝড় 'দানা'র আশঙ্কায় খালি করা হচ্ছে পুরী । পর্যটকদের জন্য পুরী ছাড়ার বিজ্ঞপ্তি ওড়িশা প্রশাসনের । সাইক্লোন-শঙ্কায় ওড়িশার ১৪ জেলায় সব স্কুল বন্ধ
আরও খবর..
৬ কেন্দ্রে উপনির্বাচনে মোতায়েন করা হবে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সিতাই: মোতায়েন করা হবে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মাদারিহাট: মোতায়েন করা হবে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নৈহাটি: মোতায়েন করা হবে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হাড়োয়া: মোতায়েন করা হবে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মেদিনীপুর: মোতায়েন করা হবে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তালডাংরা: মোতায়েন করা হবে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও মোতায়েন করা হবে একই সংখ্যর কুইক রেসপন্স টিম। থাকবে পর্যাপ্ত রাজ্য পুলিশও, খবর নির্বাচন কমিশন সূত্রের।
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে এবার বীরভূমের পাড়ুইয়ে তৃণমূলের বিরুদ্ধেই সরব হল তৃণমূলের একাংশ। মঙ্গলডিহি গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। আবাস-সমীক্ষার কাজ অসমাপ্ত রেখেই ফিরতে হল তাঁদের। বিক্ষোভকারীদের অভিযোগ, সমীক্ষার নামে আবাস-তালিকা থেকে যোগ্য-প্রাপকদের বদলে নাম ঢোকানো হচ্ছে এলাকার বিত্তবানদের। তৃণমূল পরিচালিত মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ তুলে অসন্তোষ উগরে দিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। যদিও আবাস তালিকায় গরমিলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবি। সরকারি গাইডলাইন মেনেই চূড়ান্ত সমীক্ষা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।