Cyclone Dana: পুরীতে আবহাওয়ার পরিবর্তন, ল্যান্ডফলের সময় সর্বোচ্চ কত গতিবেগ হতে পারে 'দানা'র?
Cyclone News: দানার দাপটে দমকা হাওয়া। পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা। কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ৬০ থেকে ৮০ কিমি। এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। সতর্ক প্রশাসন। বাবুঘাট, চাঁদপাল ঘাট থেকে সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। গঙ্গার ঘাটে নজরদারি চালাচ্ছে পুলিশ। ফেরি পরিষেবা বন্ধ থাকায় কাজের দিন হওয়া সত্ত্বেও সমস্ত জেটি শুনশান। ঘূর্ণিঝড় ‘দানা’র সবথেকে বেশি প্রভাব পড়বে ওড়িশায়। ভদ্রক জেলার ধামারা ও কেন্দ্রাপাড়া জেলার ভিতরকণিকার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। ভদ্রকের ৮টি ব্লকের মধ্যে ২টি নিচু এলাকা রয়েছে। শুধুমাত্র ভদ্রকেই ৮০ হাজার মানুষকে স্থানান্তরিত করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। খোলা হয়েছে দেড়শোটি ত্রাণ শিবির। ভদ্রক ও কেন্দ্রাপাড়া ছাড়াও ময়ূরভঞ্জ, বালেশ্বর, জগৎসিংপুর, জাজপুর ও কটকে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। ABP Ananda live