Cyclone Hamoon: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় হামুন, বাংলায় কতটা প্রভাব পড়তে চলেছে?
Continues below advertisement
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় হামুন। তবে বাংলার উপকূল থেকে ক্রমশ দূরে সরছে এই ঘূর্ণিঝড়। যদিও তার কিছুটা প্রভাব পড়বে এ রাজ্যে। আজ ও আগামীকাল উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া ও হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার এবং দিঘা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আগামীকাল শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হয়ে বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের ভিতর দিয়ে স্থলভাগে ঢুকবে। এর জেরে বাংলা উপকূলে মৎস্যজীবীদের জন্য আজ ও আগামীকাল সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
Continues below advertisement