Cyclone Jawad: 'জওয়াদ'-র দূরত্ব কমতেই দিঘার সমুদ্রের রুদ্র রূপ | Bangla News

Continues below advertisement

ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জওয়াদ। দুর্বল হয়ে গভীর নিম্নচাপ থেকে পরিণত হয়েছে নিম্নচাপে। অবস্থান বদলে উত্তর ও উত্তর-পূর্বের দিকে অগ্রসর হয়েছে জওয়াদ। সন্ধে নাগাদ পৌঁছে যায় পুরীর (Puri) কাছাকাছি। শক্তি খুইয়ে তার অভিমুখ ওড়িশা (Odisha) উপকূল থেকে বাংলা উপকূলের দিকে। দিঘায় সমুদ্র উত্তাল। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। কোনও কোনও ঢেউ গার্ডওয়ালও পেরিয়ে যেতে দেখা যাচ্ছে। পর্যটকদের কোনওভাবেই এদিকে আসতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram