Cyclone Remal: ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে জনসংযোগ শাসক-বিরোধী প্রার্থীদের

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে প্রাকৃতিক দুর্যোগে বাতিল হয়েছে প্রচার কর্মসূচি। ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েই জনসংযোগ সারলেন শাসক-বিরোধী দলের প্রার্থীরা। ঘূর্ণিঝড়ের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়া ও উদ্ধারকাজ নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা।

ভোট বড় বালাই। রেমালের তাণ্ডবে ভণ্ডুল হয়েছে প্রচার। বাতিল হয়েছে নির্ধারিত কর্মসূচি। তাই ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েই জনসংযোগ সারলেন শাসক-বিরোধী সব পক্ষের প্রার্থীরাই।  রাতভর অবিরাম বৃষ্টিতে জল জমেছে দমদমে। বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে রাস্তায় নেমে পরিস্থিতি পরিদর্শন করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। রেমালের তাণ্ডবে ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে ভেঙে পড়েছে দুটি বড় গাছ। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। জল জমে রয়েছে রাস্তায়। কাটার হাতে গাছ কাটতে নামলেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওযার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। দলীয় পতাকা হাতে দেখাল গেল তৃণমূল কর্মীদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola