Cyclone Remal Update: আসছে রেমাল! ক্ষতি সামলাতে আগাম প্রস্তুতি প্রশাসনের। ABP Ananda Live

Continues below advertisement

বঙ্গোপসাগরে (Bay of bengal) ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone Remal)। রেমালের প্রভাব নিয়ে আগাম সতর্ক রাজ্য প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ, ফ্লাড শেল্টার গুলিকে।বাসিন্দাদের ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করতে চলছে মাইকে প্রচার। 

ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত! (Remal Cyclone Update) রবিবার মধ্যরাতে আর ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকায়। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বাংলাতেও। তাই আগেভাগেই ঝড় মোকাবিলায় সতর্ক প্রশাসন। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনায়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখন থেকেই তৈরি রাখা হচ্ছে ফ্লাড শেল্টারগুলিকে। বিভিন্ন ব্লকে মজুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রী। খোলা হয়েছে কন্ট্রোলরুম।

ঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরেও (Remal Cyclone Preparation)। শুক্রবার থেকেই দিঘায় উত্তাল সমুদ্র। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। ফিরিয়ে আনা হচ্ছে মৎস্যজীবীদের। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে হলদিয়া, কাঁথির এসডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোলরুম। 

দুর্যোগ মোকাবিলায় আগেভাগে সতর্কতা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিন 'রেমাল' নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রসচিব, পুলিশ আধিকারিকরা, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, বিপর্যয় মোকাবিলা দল, বিদ্যুৎ দফতর, পূর্ত দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিভিন্ন সরকার হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।    

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram