Morning Headlines: রেমাল দুর্যোগে চাঙড় ভেঙে মৃত্যু | রেমাল-তাণ্ডবে বন্ধ উড়ান, বাতিল ট্রেন | ABP Ananda LIVE
রেমাল-দুর্যোগের মধ্যেই এন্টালির বিবির বাগানে ভেঙে পড়ল কার্নিশের চাঙড়। মৃত্যু এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটে ভাঙল পাঁচিল।
রেমাল বিপর্যয়ের প্রভাব ট্রেন চলাচলে। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, তুলতে সময় লাগবে, জানানো হল রেলের তরফে। সমস্যায় যাত্রীরা।
আছড়ে পড়ল রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি।
জেলায় জেলায় দুর্যোগ। ভেঙে পড়ল বহু গাছ। হেলে পড়ল সিগন্যাল পোস্ট। ছিঁড়ল বিদ্যুতের তার। উড়ে গেল মেট্রোর শেড। হিঙ্গলগঞ্জে বাঁধ ভেঙে বিপত্তি।
রেমালের জেরে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা। ২১ ঘণ্টায় বাতিল ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান। বাতিল বহু ট্রেন। ভয় পাবেন না, সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। রেমালে সতর্ক পুরসভা। কন্ট্রোল রুম থেকে নজরদারি।