Cyclone Remal Update:জরাজীর্ণ দশা আবাসনের, রেমাল আছড়ে পড়ার আগে বাসিন্দাদের সরাল পুরসভা

Continues below advertisement

জরাজীর্ণ দশা আবাসনের, রেমাল আছড়ে পড়ার আগে বাসিন্দাদের সরাল পুরসভা। আমফানের তাণ্ডবে উপকূলবর্তী জেলার পাশাপাশি লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা। বহু জায়গায় গাছ পড়ে অবরুদ্ধ হয়েছিল শহর। প্রায় এক সপ্তাহ বিদ্যুৎহীন ছিল কলকাতার বিভিন্ন এলাকা। তার জেরে তৈরি হয়েছিল দুর্বিসহ পরিস্থিতি। তার আগে ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুরসভা ও লালবাজার। কলকাতা পুরসভায় যুদ্ধকালীন তৎপরতা। প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখতে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম। কলকাতা পুরসভার তরফে প্রস্তুত রাখা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিল্ডিং বিভাগ সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। লাগাতার বৃষ্টি হলেও জল জমে যাতে মহানগর অবরুদ্ধ না হয়ে পড়ে সেই জন্য জোর দেওয়া হয়েছে নিকাশি ব্যবস্থায়। আবহাওয়া দফতর কলকাতা-সহ জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করায়। ১৬ ফুটেরও বেশি গঙ্গার জলস্তর বাড়ার আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় রবিবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত গঙ্গার ঘাটের লকগেটগুলি বন্ধ রাখা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram