CycloneUpdate:ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪পরগনা জেলায়,বন্ধ সমস্ত ফেরি পরিষেবা

West Bengal News: সাগরে শক্তি বাড়াচ্ছে রেমাল (Cyclone Remal)। আজ মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের (Bangladesh) খেপুপাড়ার মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা। সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ার আশঙ্কা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায় (South 24 Parganas)। কাল মাঝরাত থেকেই ঝোড়ো দমকা হাওয়ার পাশাপাশি, শুরু হয়েছে ভারী বৃষ্টি। সুন্দরবনে (Sundarban) বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। সাগর ও ক্যানিংয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড়ে বয়ে যাওয়ার সম্ভাবনা। সমুদ্র ও নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। সুন্দরবনজুড়ে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। দুর্যোগের কারণে আজ ও কাল সুন্দরবনে সমস্ত ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ঘোড়ামারা, মৌসুনি ও জি প্লট, সুন্দরবনের এই ৩টি দ্বীপে ইতিমধ্যেই শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দিয়েছে প্রশাসন। বাঁধ ভাঙার আশঙ্কা থাকায় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টার বা স্থানীয় স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। ABP Ananda Live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola