Cyclone Update: ধেয়ে আসছে রেমাল, কমল আরও দূরত্ব ! জারি রেড অ্যালার্ট | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: ধেয়ে আসছে রেমাল, কমল আরও দূরত্ব। রেমালের প্রভাবে শুরু ঝড়-বৃষ্টি। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হবে। ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব ১২৫ কিলোমিটার। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দূরে রেমাল। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ১৩৫ কিলোমিটার ধেয়ে আসছে রেমাল, কমল আরও দূরত্ব, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু। রেমালের প্রভাবে শুরু ঝড়-বৃষ্টি। আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। রেমালে সতর্ক কলকাতা পুরসভা। কন্ট্রোল রুম থেকে নজরদারি। মেয়র ফিরহাদ হাকি বলেন, '৪৮০টি পাম্প স্ট্যান্ড বাই। আমফানের মতো গাছ পড়লে একদিন লাগবে সরাতে।'
Continues below advertisement
Tags :
Cyclone Remal 2024 Cyclone Remal Tracker Cyclone Remal Tracker Live Satellite Cyclone Remal West Benga