Cyclone Remal Updates: বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ রাতেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, অতি ভারী বৃষ্টির সতর্কতা

Continues below advertisement

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ রাতেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। সাগর থেকে দূরত্ব ৪২০ কিমি। আছড়ে পড়তে পারে রবিবার মধ্যরাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা।

এবার ঘূর্ণিঝড় রেমালের চোখরাঙানি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামীকাল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহবিদদের অনুমান, রবিবার সকালে সেটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে। রেমালের প্রভাবে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram