Cyclone Remal Updates: ঘূর্ণিঝড়ের তুমুল সতর্কতা বঙ্গে, রবি ও সোমবার বাতিল একাধিক ট্রেন
Continues below advertisement
আবহাওয়া দফতর বলছে রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। যার প্রভাব পড়তে চলেছে এরাজ্যের উপকূলের জেলাগুলিতে। বাসিন্দাদের সতর্ক করতে প্রচার শুরু করেছে প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম, ত্রাণ শিবির। রবি ও সোমবার বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে। কাল মাঝরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে রেমাল। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিলোমিটার।
Continues below advertisement
Tags :
Cyclone Cyclone Update Cyclone Remal Update Cyclone Remal Cyclone Remal News Remal Cyclone Remal Cyclone News Cyclone Remel Remal Cyclone In West Bengal