Remal Update: রেমালের জেরে শুরু প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ জেলায় জেলায় দুর্যোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

 ABP Ananda LIVE: রবিবার রাতেই বাংলার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে 'রেমাল' (Cyclone Remal)। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা। তবে, রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উথালপাথাল শুরু হয়েছে এরাজ্য়ের উপকূলবর্তী এলাকাগুলোতে। ভয়ঙ্কর আয়লা, ধংসাত্মক আমফান, ইয়াসের পর এবার আতঙ্কের নাম রেমাল। বাসিন্দারাই বলেছেন, 'এটা বিশাল ভয়ের জায়গা। যখন তখন সুন্দরবন ডুবিয়ে দিতে পারে।' এদিকে, সময় যত কমছে, ততই উপকূলের বুকে কাঁপন ধরাচ্ছে অতিশক্তিশালী এই ঘূর্ণিঝড়। আজ রাতেই বাংলার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে 'রেমাল'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা। তবে, রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উথালপাথাল শুরু হয়েছে এরাজ্যের উপকূলবর্তী এলাকাগুলোতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram