Cyclone Remal: প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে রেমাল! উপকূলে চূড়ান্ত সতর্কতা, বাঁধ ভাঙার আশঙ্কা

Continues below advertisement

 প্রচুর শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশঃ উত্তর - উত্তর পূর্ব দিকে এগোচ্ছে রেমাল। ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে এই সিস্টেম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন লাগোয়া এলাকার দিকে অভিমুখ দেখে এগোচ্ছে। কাল ২৫ তারিখ সকাল সাড়ে ৮ টা নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তখন এর নাম হবে রিমাল বা প্রকারান্তরে রিমেল। ২৬ তারিখ রবিবার দুপুরের দিকে এটির ল্যান্ড ফল হওয়ার ইঙ্গিত। ল্যান্ড ফলের সময় এটির সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার এবং সেই সময় হাওয়ার গতি সম্ভাব্য সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে এখনও পর্যন্ত ইঙ্গিত। ল্যান্ড ফলের স্থান নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট পূর্বাভাস নেই। এই মুহূর্তে এটির যা অভিমুখ তাতে কোস্টাল সুন্দরবন এলাকা (ভারত বা বাংলাদেশের মধ্যে যেকোনো একটি সুন্দরবন) তার ল্যান্ড ফলের সম্ভাব্য স্থান হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু কিছু কিছু আন্তর্জাতিক আবহাওয়া মডিউল দাবি করছে এটি শেষ মুহূর্তে স্থলভাগের একেবারে কাছাকাছি এসে সামান্য রিকার্ভ বা অভিমুখ পরিবর্তন করবে এবং দীঘা মোহনা সংলগ্ন এলাকায় কাছাকাছিও এটির ল্যান্ড ফল হতে পারে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram